সম্পাদকীয় উবাচ

ক্রমশঃ বাতাস ভারি হচ্ছে৷ আগের মত আলো আলো উঠোন, শিউলি মাখা সম্পর্ক, মাছরাঙার জল ঢেউ কোথায় ! নাট মন্দিরের খোল কত্তাল শঙ্খধ্বনি আর আজানের আকাশনন্দিনী মিলেমিশে একটু একটু করে মায়া মাখত আমাদের জীবনে৷ রূপালী জলের মাছ যেমন দেশ কাল জাতি ধর্মের বাঁধা মানে না, ঠিক তেমন নিরবধি অবলীলায় বন্ধনহীন মেঘের মত সকলের উঠনে এক পশলা কর বৃষ্টি ঝরিয়ে আসতাম রোজ৷ সাত সকাল বেলা চাক ভাঙ্গা মধু নিয়ে হাজির হত করিম চাচা ৷ তাঁর হাঁকে ডাকে আমাদের বাড়িটা যেন বট গাছ হয়ে যেত৷ যেখানে হাজার পাখি এসে আশ্রয় নেয়৷ শ্রান্ত মানুষ জিরিয়ে নেয় যার ছায়ায়৷
শনিবারের হাটে বিধু বাউরিরর থেকে নলখাগড়ার বাঁশি নিয়ে সারা রাস্তা বাজাতে বাজাতে ঘরে ফিরতাম৷ কাঁচের চুড়ি, ফিতে, আর বাঁশি, হত পরবর্তী কয়েক দিনের সাথী৷ সাবিনা বিবির মন কেমন করা ফিরনির গন্ধে পড়া ফেলে ছুটে যেতাম ৷ চাচী না, কাকীমা বলেই সম্বোধন করতাম৷ একগাল হেসে দাঁড়াতেই, পঞ্চাশোর্ধ্ব কাকীমা বিগলিত জোৎস্নার মত হাতের ফুলকাটা রেকাবিতে ফিরনি নিয়ে হজির হত৷ উঠনের চারাগুলো, তুলসী তলা, সবাই জানত প্রতি পূর্ণিমায় ঠাকুমা হরির লুঠ দিলে আমি, বুকু, হিমু, মাহিয়া, রবার্ট সবাই মিলে বাতাসা লুফে নেব৷
পারলে আকাশ, জল, বায়ু ভাগ করতে পারবে? সেই নাট মন্দিরের খোল কত্তালে আবার হৃদয়ের গোকুল
ভেসে ওঠার প্রতীক্ষায়৷ ভালোবাসার রাজনন্দিনী হাটে আবার সবাই মোহনমিতালী আলিঙ্গনে কাটিয়ে দেব শতাব্দীর পর শতাব্দী৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।