T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় রতন বসাক

এই মেয়েটাই
রোজ সকালে বেরিয়ে যায়
পাঁচটা যখন বাজে,
অন্যের বাড়ির ঘরটা মুছেই
পরে বাসন মাজে।
মাসের শেষে খুব সামান্য
বেতন মেলে হাতে,
স্বামী হারা এই মেয়েটার
সংসার চলে তাতে।
সন্তান দুটো মানুষ করছে
অনেক কষ্ট করে,
একটু সুখের দেখা পাবে
স্বপ্ন চোখে ভরে।
মাঝে মধ্যেই অসুস্থ হয়
হাল ছাড়ে না তবু,
কষ্ট যতই হোক না দেহে
কাজে যাবে তবু।
এই মেয়েটাই আমার উমা
সবাই জেনে রেখো,
বিশ্বাস করি লক্ষ্যে ঠিকই
পৌঁছে যাবে দেখো।