এভাবেই
ঠিক এভাবেই পাল্টে নিয়ে পথ
চলে যেতে হয়
পিছনে ফেলে রেখে অতীত সময়
যেমন শীতের শেষে
খুলে ফেলতে হয় গরম সোয়েটার
কিংবা প্রেমিকার চোখে
হারিয়ে যাবার আগে রোদচশমা
সেভাবেই ছেঁড়া মলাট পাল্টে পাল্টে
সাবধানে রাখতে হয়
না-হওয়া কবিতার টুকরো যত
এবং সব রং পাল্টানো হয়ে গেলে
দিনশেষে ঘুমে ঢলে পড়ে রবি
তখন মাইকে ঘোষণা বেজে ওঠে
– ইনি হয়ত ছিলেন আমাদেরই মাঝে
এখন নতুন সাজে মঞ্চাভিনয়
তাই সাজঘরে পোশাক
পাল্টে পাল্টে পাল্টে পাল্টে
ভিখারী কিংবা রাজা
– যখন যেটা মানায়——-