সম্পাদিকা উবাচ

যিনি মন এবং বুদ্ধির ঊর্ধ্বে উঠে পরম সত্যকে উপলব্ধি করেছেন তিনি হলেন ‘বুদ্ধ’ । বৌদ্ধধর্মের প্রতিষ্টাতা গৌতম বুদ্ধের জীবন ছিল শিক্ষণীয় ঘটনা দ্বারা সমন্বিত। এই মহান মনীষীর কথিত তাৎপর্যপূর্ণ মানব জীবন সংক্রান্ত বাণী বা budhha quotes আমাদের সকলের জানা দরকার। ইতিহাসের পাতায় গৌতম বুদ্ধের কথা হয়তো অনেকেই পড়েছেন কিন্তু তাঁর অমর বাণী আমরা নিজেদের জীবনে কতটা মেনে চলি সেটা প্রশ্নসাপেক্ষ।
গৌতম বুদ্ধের অহিংসার বাণী যদি আমরা কেবলমাত্র ইতিহাসের বইতেই সীমাবদ্ধ না রেখে নিজেদের জীবনচর্চায় প্রয়োগ করতে পারি তাহলে হয়তো প্রত্যেকের জীবনের আসল মানেটাই পাল্টে যাবে । তিনি এক সৃজনশীল প্রক্রিয়ার মাধমে তৈরি করে ছিলেন প্রতিটি মানুষের আধ্যাতিক জাগরণের জন্য প্রশস্ত এক পথ। নির্বাণ লাভ অর্থাৎ কামনা-বাসনা থেকে মুক্তি লাভে যে দুঃখের অবসান ঘটে তা স্বয়ং গৌতম বুদ্ধ নিচের বাণীর মাধ্যমে প্রচার করে গেছেন যার মধ্য দিয়ে দূরীভূত হয় সকল অজ্ঞানতা ;প্রাপ্তি ঘটে পূর্ণ শান্তির।
গৌতম বুদ্ধের অহিংসার বাণী যদি আমরা কেবলমাত্র ইতিহাসের বইতেই সীমাবদ্ধ না রেখে নিজেদের জীবনচর্চায় প্রয়োগ করতে পারি তাহলে হয়তো প্রত্যেকের জীবনের আসল মানেটাই পাল্টে যাবে । তিনি এক সৃজনশীল প্রক্রিয়ার মাধমে তৈরি করে ছিলেন প্রতিটি মানুষের আধ্যাতিক জাগরণের জন্য প্রশস্ত এক পথ। নির্বাণ লাভ অর্থাৎ কামনা-বাসনা থেকে মুক্তি লাভে যে দুঃখের অবসান ঘটে তা স্বয়ং গৌতম বুদ্ধ নিচের বাণীর মাধ্যমে প্রচার করে গেছেন যার মধ্য দিয়ে দূরীভূত হয় সকল অজ্ঞানতা ;প্রাপ্তি ঘটে পূর্ণ শান্তির।
সত্য, ধর্ম, ভালবাসা, শান্তি ও সম্প্রীতি নিয়ে তাঁর চিন্তাভাবনা কত মানুষের জীবনকে পরিবর্তন করেছে, তা হয়তো গুণে শেষ করা যাবে না। গৌতম বুদ্ধের বাণী জগৎ বিখ্যাত। জীবনে চলার পথে তাঁর বাণীগুলি অনুসরণ করে চলতে পারলে হয়তো অনেক সমস্যার সমাধান আমাদের হাতের মুঠোয় চলে আসবে।
বাণী:-
তোমার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাক- আমাদের কাছে সবকিছু থাকলেও, অনেক সময় আমরা আরও কিছু পাওয়ার প্রত্যাশা করি। অল্পতে সন্তুষ্ট হতে পারি না। কিন্তু এটা ঠিক নয়। তোমার কাছে যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাক, অনেকের কাছে কিছুই থাকে না।
সমস্যার কথা ভুলে যান- জীবনে সফল হতে চাইলে, যেসব সমস্যার মুখোমুখি হয়েছেন তা ভুলে যান। তবে অধিকাংশ সমস্যাগুলি থেকে যে শিক্ষা পেয়েছেন, তা কখনই ভুলবেন না।
বর্তমানে দিকে মনোযোগ দিন- আমরা অনেকেই নিজের পুরানো সময় মনে করে কষ্ট পাই, আর ভবিষ্যতে কী হবে তা নিয়ে ভাবতে থাকি। এই পরিস্থিতি নিয়ে গৌতম বুদ্ধের বাণী – অতীত নিয়ে ভেবে লাভ নেই, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও।
যারা ভালোবাসে তাদেরকে ভুলবেন না – গতকাল যে আপনাকে কষ্ট দিয়েছে তা ভুলে যান, তবে যারা আপনাকে সবসময় ভালোবাসে তাদেরকে ভুলে যাবেন না।
সবার সঙ্গে মিলেমিশে থাকুন – একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনও কমে যায় না| ঠিক তেমনই সুখ ভাগ করে নিলে কখনও কমে না।
সুস্থ থাকুন ভালো থাকুন লিখতে থাকুন পড়তে থাকুন ।
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়