কবিতা সিরিজে রতন বসাক

ক্ষমা করো

কত লোক করে শোক মহামারী তাই,
কিবা খায় কোথা যায় ঘরে সুখ নাই।
কাজ হীন করে ঋণ বেড়ে চলে বোঝ,
দুখী জন নাই ধন কেবা রাখে খোঁজ!
আসে ত্রাণ পায় ঘ্রাণ ছুটে যায় পেতে,
পেলে পরে এনে ঘরে পারে সব খেতে।
চুরি করে বস্তা ভরে রেখে দেয় দাতা,
কিছু দিয়ে সই নিয়ে ভরে নেয় খাতা।
ফিরে আসে দুখে ভাসে ভাবে বসে ঘরে,
কমে বল চোখে জল গাল বেয়ে পড়ে।
কারে বলে মন জ্বলে মাথে পড়ে বাজ,
কি যে করে কারে ধরে হাতে নাই কাজ।
করোনায় বাড়ে দায় গৃহে বন্দি আছে,
কিছু খেতে কাজ পেতে যাবে কার কাছে?
দাম বাড়ে আশা হারে বেঁচে থাকা দায়,
দুই চোখে সেই শোকে কালো রাত ছায়।
মনে আজ পাই লাজ করে সব ভুল,
পাপে ভরে তার তরে ভুগে যাই শূল।
ক্ষমা করো হাল ধরো দয়া করে প্রভু,
দাও মাফ আর পাপ হবে নাতো কভু।

মন্দ কপাল

ভালোবেসে মন দিয়েছি
ভালো লাগে বলে,
কেন জানি আমায় তুমি
ছেড়ে গেলে চলে।
অনেক বছর কেটে গেল
আজও মনে পড়ে,
ভাবি যখন তোমার কথা
কেমন যেন করে!
হয়তো তুমি সুখে আছো
তাঁরে নিয়ে সঙ্গে,
সময়গুলো কেটে যাচ্ছে
নানা রকম রঙ্গে।
এখন আমার সময় কাটে
নয়ন জলে ভেসে,
ভালোবাসো আমায় তুমি
যদি বলতে এসে!
সেটুক শুনেই মন ভরিয়ে
দিন কাটিয়ে দিতাম,
পাইনি কাছে মন্দ কপাল
সেটাই মেনে নিতাম।

ফিরে এসো ঘরে

পরকীয়ায় মজা আছে
এমন ভেবে যাও,
তাঁরে পেতে উপহারটা
কিনে তুমি দাও।
লুকিয়ে তাই দেখা করে
সময় করো পাশ,
রসালো সব গল্পে মেতে
মেটাও কিছু আশ।
ঘরের মানুষ পড়ে থাকে
কাটায় একা দিন,
তোমার আশা করে-করে
বাজে দুখের বীণ।
ওসব ছেড়ে ভালো হয়ে
ফিরে এসো ঘর,
ভালোবাসা দেখায় শুধু
আসলে হয় পর।
মেনে রেখো বৈধ নয়তো
প্রেমে এমন চাল,
সবাই যেদিন জেনে যাবে
এটাই হবে কাল।

সস্তায় কিনবে

ফেরি করে বেচি আমি গ্রাম শহরে রোজ
ঝুড়ি ভর্তি নানান বস্তু মাথায় নিয়ে বোঝ।
সবাই বলে ফেরিওয়ালা শুনলে পরে হাঁক
কেহ কেনে আবার কেহ বলে না-না থাক।
লোভ লালসা মিথ্যা হিংসা দ্বন্দ্ব বিভেদ ভুল
আমার কাছে পেয়ে যাবে মারছি নাতো গুল।
এসব কিন্তু অনেক দামি কিনতে যদি চাও
যেমন মূল্য চাইবো আমি তেমন দিয়ে যাও।
দেখছি আমি কিনছে সবাই দিচ্ছে ভালো দাম
এসব বস্তুর এখন আছে বাজারে বেশ নাম।
ফুরিয়ে তাই যাচ্ছে আমার ঝুড়ি থেকে সব
এক দরেতেই কিনে নিচ্ছে কেউ করে না রব।
ন্যায় ও নীতি প্রেম ও প্রীতি সত্য সেবা দান
অনেক আছে ঝুড়ির মধ্যে বাজারে নেই মান।
কিনছে না কেউ দাম কমালে পড়ে আছে তাই
অনেক সস্তায় বেচে দেবো বলো তোমার চাই?
এসব বস্তু পড়ে থেকেই ভরছে আমার ঘর
পছন্দ কেউ করছে না ভাই নারী কিবা নর।
কী যে করি সস্তায় দিলে কিনছে নাতো কেউ
লোকসান হবে তাইতো বুকে ওঠে কষ্টের ঢেউ!

এটাই মানবতা

একটা মেয়ে যাচ্ছে হেঁটে
বৃষ্টির দিনে কাজে,
পাশে দেখেই বৃদ্ধাকে এক
তাঁর মনেতে বাজে।
ছাতা বিনা ভিজে যাচ্ছে
বৃষ্টি হচ্ছে বলে,
তাঁর ছাতাটা ধরে মাথায়
বৃদ্ধার কাছে চলে।
এটাই হলো মানবতা
সবাই জেনে রেখো,
নিজের স্বার্থ ভুলে গিয়ে
এদের দেখে শেখো।
মানুষ হলো সবার সেরা
এই জগতের প্রাণী,
বিপদে কেউ পড়লে পরে
আমরা যেন মানি।
একা একাই যায় না বাঁচা
এটা রেখো মনে,
জীবন সার্থক হয় যে তবে
বাঁচলে সবার সনে।
বাড়িয়ে দাও সাহায্যের হাত
কেহ বাধা পেলে,
এমন কাজটা করলে পরে
মনে শান্তি মেলে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।