তোমার খড়ের চালে আজ দেখি পুঁইলতা
বাড়ে ধীরে। বাড়ে মেয়ে গঙ্গামণির স্তন
বুনো ঘাস বাড়ে কিছু ক্ষেতে,
এ ঘাস নিড়ান না যায়
তাই জন্তু ঢুকে পড়ে কিছু।
তোমাকে দেখায় খুব চিন্তান্বিত মুখ।
অন্ধকারে বাড়ি মারো, হয়তো কোন গুপ্ত ওত
ওইখানে দাঁড়িয়ে ছিল, ওই যে দাবার অন্ধকারে।
না হলে সামনে বাজরা ক্ষেত
হায়নার দল ঢুকে আছে সেইখানে
লোহামণি সোরেনের চোখ আঁতিপাঁতি খোঁজে।