সম্পাদিকা উবাচ

কখনও কখনও মনে হয় গভীর খাদের সামনে নির্বোধের মত দাঁড়িয়ে আছি৷ চারিপাশে কেউ নেই, কিচ্ছু নেই৷ নিস্তব্ধ ভাগীরথীর গাঢ় অন্ধকারে নৌকার পাল ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে, জন্মান্তরের গল্প উড়ে আসে বাজের ডানায়৷ পথের দুধারে ল্যাম্প পোস্টের ছায়াগুল থেকে এত কাল যারা বেরিয়ে এসেছিল- তারা আজকাল রাস্তার মোড়ে মোড়ে টেলিফোন বুথ হয়ে দাঁড়িয়ে আছে৷ সম্পর্ককে কাটাছেঁড়া করবে বলে ডিসেকডিসেকশান টেবিলে শোয়ান হয়েছে, ধোঁয়া ওঠা চায়ের কাপে আরও ঘোলাটে হচ্ছে সমীকরণের খেরোর খাতা৷

চোরা সুরঙ্গটা ব্যাবহার না করলে এমনিই তার প্রবেশ পথ ঢাকা পড়ে যায়৷ নুড়ি পাথর জমতে থাকে৷ পাখিদের ঠোঁটে বয়ে আনা বীজ৷ অঙ্কুরোদ্গম৷ নিশ্চিহ্ন সভ্যতার বুকে, নতুন সভ্যতার জন্মকাল আগত৷ তবু শেষের সেই চরম বিন্দুতে, সব কিছু ধ্বংস হওয়ার আগে, আমরা আর একবার হাতে হাত রেখে খালি পায়ে
ঘাসের উপর হেঁটে দেখতে পারিনা ?

উড়ন্ত খইয়ের মত সময়ের ভেসে যাওয়া আটকান যায় না৷ তেমনি যায় না সম্পর্কের স্থিতিস্থাপকতা কতটা দৃঢ় তা আন্দাজ করা৷ শুধু বাষ্প আর বাষ্প৷ ধোঁয়াশার ঝিম ধরা শকটে বেশি দূর যাওয়াটা দুরুহ৷ তুমি যে কোন স্টেশনে নেমে যেতেই পারো, তাতে ফেরার পথ বন্ধ হয়ে যায়৷ তবু আমরা জ্বাল দেওয়া দুধের বাটির দুধটুকু শেষ হলে, গয়ে লেগে থাকা স্বরটুকুই চেঁছেপুঁছে নিই৷
জীবন বড় আস্বাদ্য৷

সুস্থ থাকুন৷ ভালো থাকুন ৷ লিখতে থাকুন৷ পড়তে থাকুন ৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।