T3 || Valentine’s Day Special || সংখ্যায় রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

অন্তঃসলিল

নিষিদ্ধ ব্যারিকেড পেরিয়ে যেদিন পৌছেছিলাম কিছু শবনম রাতের কাছে,

উদ্ধত যৌবনকে প্রকাশ্যে আস্কারা |

চোরাগোপ্তা হামলা ছিনিয়ে নেয় শরীরী অস্থিরতা,

ট্রাম্পেডের সুরে ধরা দেয় সোনালি গাছ, পাহারি টিলা

পাকা ফল ঠুকরে খায় দাঁড়ে বসা ময়না |

রাত মৈথুন, জঙ্গম মুহূর্ত পার করে সম্পর্ক
তবু রেশ গভীরে –

আরো গভীরে

জিবাশ্ম হওয়ার আগে

অন্তঃসলিলা হয়ে বেঁচে থাকি৷

A subterranean river
Rajasree Bandhopadhyay

The day when I had crossed the forbidden barricade and reached to some nights of dews,

then arrogant youthfulness had indulged avowedly.

Physical instability has been snatched by stealthful attack,

Tune of the trumpet touches the golden tree, silvery hill

sitting on perch, the Mayna has nibbled the ripe fruits.

Night drowns in mating, relationship has crossed the moveable moment

But the stain of feelings, goes to the deep –

deeper

before being fossils,

I survive as a subterranean river.

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।