মনমরা শহরটা যেন ধীরে ধীরে ডুবছে স্মৃতিমেদুরে,
জাগছে শিহরণ কবির লেখায়, উত্তাল হচ্ছে মধ্যবিত্ত আপন ঘরে।
সস্তার বিপ্লব নাকি তোষামোদি, হে যুবক কোনটা তোমার জিয়নকাঠি?
মনে রেখো, আজও কিন্তু মানিব্যাগের উচ্চতাটাই সম্মান নির্ধারণের মাপকাঠি।
তাই তো হাজারও ঘাত-প্রতিঘাত নিয়ে বুকে, চলছে যুবক আগামীর খোঁজে,
কিন্তু লড়াই শেষে ওই দেহ খানি, স্থান পাবে স্রেফ হারিয়ে যাওয়া খাতার ভাঁজে।
সত্যি! সমাজ এখন দূষিত, প্রতিনিয়ত ভাঙছে জাতির ঐক্য,
হিংস্র জন্তুর চেয়েও ভয়ংকর মানুষ, নেই যে কোনও পার্থক্য!
যখন প্রতিবাদের ভাষা প্রকাশ পায়, শরীরে জাগে অনুভূতি,
ক্ষমতার কাছে তাও হারিয়ে যাচ্ছে তারা, ঘটছে বিপ্লবের ইতি।
দেখতে দেখতে আঙ্গুলের ফাঁক দিয়ে ক্রমশ গলে যাচ্ছে সময়,
বদলাবে না কিছুই, শুধু উঠবে প্রতিবাদ ওই সাদা পাতার কবিতায়।