T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় রবীন বসু

তোমাকে না দেখা

তোমাকে দেখিনি আজ পথের পাশে
তোমাকে দেখলাম না সারাটা দিন।
ক্ষতি কিছু হল কি?
অভ্যাসের বশে চোখ চলে যায়
দৃষ্টি খুঁজে মরে তোমাকে অধিক।
তুমি তো আমার নিজস্ব কেউ না
লতায়পাতায় সম্পর্ক তাও না
শুধু পথের দেখা, আলাপও নেই
যেন আমার ফ্ল্যাটের উল্টো দিকের ছাদ
যে রমণী রোজ এসে জামাকাপড় মেলে
ক্ষণেক দাঁড়ায়, চুল ঝাড়ে আর
কখনো মিহিসুরে গান গায়
আমি সেই গানটুকু দেখি, শুনি সুর
তোমাকে দেখার মত এই টুকরো টুকরো
দেখা ও স্মৃতি, আমাকে ক্লান্তি ভোলায়।
তাই, এই না দেখা, এই শূন্য পথের পাশ
কত দুর্ভাবনা নিয়ে জেগে থাকবে রাত।
কত আশা নিয়ে জেগে উঠবে ভোর
আজ ঠিক দেখা হবে, ভরে উঠবে চোখ।
তোমাকে দেখিনি আজ পথের পাশে
তোমাকে দেখলাম না আজ সারাটা দিন।
Spread the love

You may also like...

error: Content is protected !!