কাব্যানুশীলনে ঋষি ভট্টাচার্য

ব্যস্ততা!
ব্যস্ততা!
নিয়েছে অবসর সময়,
কখনো হাফ ছেড়ে বাঁচা,
তো কখনো একটু জিরানো!
ঘুরছে পৃথিবী এগোচ্ছে সময়
কতনা ঘুড়ি এভাবে কেটেছে সুতো।
কালের আধুনিকতায়,
দিনে দিনে ঢাকছে অতিহ্য।
কোথায় সেই সামাজিকতা!
কোথায় ই বা বনেদিয়ানা?
যুগের সম্প্রসারণে থুড়ি
বর্তমানের ছোঁয়ায়
সবাই ই আজ বড্ড
“আমি এখন বিজি আছি।”