প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে রবীন বসু
by
·
Published
· Updated
ভালোবাসার আকাশ
বসন্ত এলো গো দ্বারে, কে ডাকে কুহু কুহু
ও কালা কোকিল মোরে বলে যে উঁহু উঁহু।
রূপ নাই বিদ্যা নাই, টাকা নাই বাপে—
ও ফাগুন ঘুরিস না মোর ঝোপে-ঝাপে।
আমি এক অন্ধ মেয়ে, কাঙালিনী রাধা
আমাকে সমূলে খেয়ে গেল হারামজাদা ।
ও কোকিল ডাকিস না, বসন্ত দিসনা শিস
পলাশ সেতো রাঙে না, যৈবন পাবেনা কিস্ l
তবু যে আগুন জ্বলে ধিকি ধিকি বিরহ অনল
ও মেয়ে সামলে চলে তার যত প্রণয়ানল।
আগুনের ধর্ম জানে, মেয়ে জানে অ্যাসিড জ্বলন
সাক্ষী যেন না দেয় ও, তাই এত হিসেবি প্রজ্বলন।
শাসক আছে, আইন আছে, আইনরক্ষকও কাছে
তবু মেয়ে জেনে গেল, মরণও শুয়ে আছে পাশে।
বসন্ত আসবে গো দ্বারে, উড়বে রঙিন বাতাস
চিতার ধোঁয়ার সাথে ভালোবাসার আকাশ।