সাতে পাঁচে কবিতায় ঋত্বিক বারুই
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তবুও প্রেম
হাত না ধরেই ঠোঁট ছোয়ানোর ভুল গতি,
মুহূর্তের এই এড্রেনালীন, বোঝায় কে?
এই পরিহাস জাগতে থাকা রাত অতীত,
নিয়ম মাফিক প্রেম ডুবেছে ডোভার লেন।
প্রেম থাকার আর না থাকার এক মধ্যদিন,
লেনিন ছেড়ে স্মরণ করি বুদ্ধ কে,
নিউজ চ্যানেলও কোভিড ছেড়ে ‘ভারত – চীন’,
নামলো এবার টিকটকিয়া যুদ্ধতে।
রক্তচাপে ডাইয়াস্টোলিক সেঞ্চুরি,
বদহজমের মুখ বুজে দেয় এন্টাসিড,
কোলবালিশেই জাপটে ধরা, সুড়সুড়ি,
দুষ্টু ছেলের রাত জাগা সব ফ্যান্টাসি!
‘হা হুতাশ’ এর কাটছেনা দিন, প্যান্ডেমিক,
জমতে থাকে সব প্রেমিকার ভুল নালিশ,
ভার্চুয়াল এই লিপলকে কার মন ভরে?
তবুও প্রেম নিত্য নতুন, গুলজারিশ!