T3 || আমি ও রবীন্দ্রনাথ || সংখ্যায় রতন বসাক

সবার প্রিয় রবি
রবীন্দ্র নাথ ঠাকুর নামটা
জগৎ জুড়ে জানে,
তুমি হচ্ছো কবিদের গুরু
সবাই সেটা মানে।
তোমার সৃষ্টি পড়ে আজও
আমরা আনন্দ পাই,
অনেক কিছু শিখতে পারি
তুলনা যাহার নাই।
বাংলা ভাষা তোমার জন্য
বিশ্বে পেলো মান,
একের পর এক লিখেছো
গল্প কবিতা গান।
তোমার লেখা পড়লে পরে
চোখে ভাসে ছবি,
ছোট্ট করে নামটি তোমার
সবাই ডাকি রবি।