T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় রঞ্জনা বসু
by
·
Published
· Updated
হৃদয়ে রবীন্দ্রনাথ
সেই তো ঈশ্বর,যার মুখে আলো
আমার সমস্ত সুখ সেখানে জমানো।
হে গভীর,
দুহাতে অঞ্জলী নিয়ে ঠায় বসে আছি
তোমাকে ছুঁয়ে পাবো মানিক ও মাটি
ভীষন নীরবে চাই জীবনের বাঁচা
সুন্দর প্রেমের অপরুপ আশা।
তুমি ছাড়া কে আমাকে এতকিছু দেবে?
এই চোখে এনে দেবে ঐশ্বরিক ধারা।
সে ধারায় ভিজে যাবে মন
দুঃখগুলো কিছুতেই মনে পড়বেনা।
সামনে এসে সহায় হয়ে থাকো
মুছে দিও পান্না চোখের জল
চলার পথে করুনা তোমার রাখো
আঁধার সরাতে আলোই যে সম্বল।