কবিতায় রতন বসাক

কেমন নীতি
দ্রব্যের মূল্য একই থাকে
দেশে নীতির বলে,
এক বাজারে ধনী গরিব
দ্রব্য কিনতে চলে।
ভিন্ন রকম আয়ের সীমা
কর্ম করার পরে,
গরিব মানুষ বেশি পেতে
কারে গিয়ে ধরে?
ধনী মানুষ টাকার জোরে
দ্রব্য কিনতে পারে,
সেই বাজারে গরিব মানুষ
কেনার জন্য হারে।
তবু তারে কিনতে হয় যে
পুরো দামটা দিয়ে,
বহু কষ্টে আয়ের টাকায়
ফেরে বাজার নিয়ে।
আয়টা হলো ভিন্ন রকম
একই কেন বাজার?
বলো দেখি বিচার করে
কেমন নীতি রাজার?