স্মরণে লতাজী তে রঞ্জনা বসু

যাওয়া সেতো যাওয়া নয়
চলে গেলে তুমি যাবার নিয়মে
সুরের অমৃত সুধা গেলে রেখে
আহা, কী আলো জাগে!
সে আলোর সুর শুনি
নক্ষত্র পতনে বাজে শোকের আবহ
ভেজা চোখ, হৃদয়ও বজ্রাহত
অসীমের পথে যাত্রা করো তুমি।
তোমার সুরের মাঠে অশেষ প্রবোধে
আছি বসে,
হে সুর সাম্রাজ্ঞী তোমাকে জানাই
প্রণাম, মৃত্যু সত্য জানি
সে সত্যের মাঝে চিরজাগ্ৰত
তোমার অমর সৃষ্টি,
ঐ দূর আকাশের গায়ে
আলোয় আলোয় যাচ্ছ তুমি ভেসে
চিরচেনা মন্ত্রমুগ্ধ সুরের আলোর দেশে।
সরস্বতীর বীণার তারে
তুমিই তো সেই সুরের নদী
বেজে যাচ্ছ আপন বৈভবে,
আমরা যেন শুনছি অবাক হয়ে।
এখন তুমি শান্ত ঘুমের দেশে
অন্তরীক্ষে চাঁদ তারাদের সাথে
জেগে উঠেই আবার জানি
গাইবে নতুন করে।