কবিতায় রতন বসাক

পুনর্জন্ম চাই
আবার জন্ম নেবার ইচ্ছে করছে আমার জগতের বুকে,
যেকোন রূপে হোক না তাতে কোন ক্ষতি নেই প্রাণ যেন পাই।
বেঁচে থাকার জন্যই সুখে-দুখে সবার যে ভালবাসা চাই,
যাঁরা দেবে ভালবাসা দেয় যেন মন থেকে নয় শুধু মুখে।
সবার সাথে সদাই মিলেমিশে যত সব বাধা দেব রুখে,
এগিয়ে যাব সামনে কর্মের পথটা ধরে রোজ আমি তাই।
দূর হতে নিন্দা করে অবহেলা করো না তো হেরে যদি যাই।
ভরসাটা শুধু দিও চলার পথে কখনো যদি থাকি দুখে।
ভাল কিছু কাজ করে রেখে যেতে চাই ভবে মনে রাখে যাতে,
মরণের পরে আমি যেন বেঁচে থাকি সদা সুনামের সাথ।
গরিব দুখীর সেবা করে সদা বয়ে যাব আগে সেই খাতে,
কেউ যদি চায় কিছু সবার আগে বাড়িয়ে দেব দুটো হাত।
ভালবেসে টেনে নেব ভালবাসা পেতে গিয়ে
এই নীতি মেনে,
জন্ম সফল করব দেশ-দেশান্তর ঘুরে সব কিছু জেনে।