আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ উত্তর সম্পাদকীয়

সম্পর্ক বড় দামী৷ না না পয়সা দিয়ে এই দাম মেটানো যায় না৷ তবে কী দিয়ে ? বিশ্বাস, ভালোবাসা, আদর, আগলে রাখা, এগুলোই সম্পর্কের মধ্যে উনুনে ফুটতে থাকা গোবন্দভোগ চালের গন্ধ ছড়ায়৷ সিন্ধুকে তুলে রেখে দিয়ে, বিছানায় লালন করে বা শেকল দিয়ে বাঁধলে সম্পর্ক যে বড় শ্বাস রুদ্ধ হয়ে পড়ে! সম্পর্ককে তুমি এমন কিছু দিও যা অন্য মানুষটার হৃদয়ে আলোর রেণু ছড়িয়ে দেয়৷ নিজেকে উজাড় করে নয় নিজেকে আরও আরও সমৃদ্ধ করে সম্পর্ককে আগলে রাখো, যাতে অভাবে, প্রয়োজনে তুমি তার একমাত্র সম্বল হয়ে উঠতে পারো৷
এক মুঠো রোদ ছড়ানো ঝকমকে আকাশ কিংবা গোধূলির আদুরে আলো, দোল পূর্ণিমা, রাস সব মাখামাখি হয়ে থাকে সম্পর্কের গায়ে৷ সম্পর্ক এগিয়ে চলে নদীর মত হাওয়ার মত৷ বাঁধা পেলেই কিন্তু দিক পরিবর্তন করে৷ তাই সম্পর্ক মুক্তির আনন্দে বুঁদ হয়ে থাক৷ আষ্টেপৃষ্টে ধরেছ কি সময়ের মত পিছলে যাবে! তখন দেখবে খোলসের মত পরে আছে স্মৃতি আর আসল মানুষ দূরে যেতে যেতে নক্ষত্রের মত অধরা হয়ে গেছে৷
“In the flush of love’s light, we dare be brave. And suddenly we see that love costs all we are, and will ever be. Yet it is only love which sets us free.” – Maya Angelou
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়