• Uncategorized
  • 0

হৈচৈ ছড়া/কবিতায় রতন বসাক

খুকির ইচ্ছে

ওরে মেয়ে জেগে ওঠো
তাড়াতাড়ি পই-পই,
পড়াশোনা করতে হবে
বলো নাতো কই-কই।
সকালবেলা বাবা তুমি
করো কেনো ঘ্যান-ঘ্যান,
চুপচাপ উঠে পড়ো তুমি
বন্ধ করো প্যান-প্যান।
চেয়ে দেখে ছোট খুকি
ঘড়ি বাজে ঢঙ-ঢঙ,
পাঠশালাতে যেতে হবে
রেগে বলে রঙ-রঙ ।
যাবো নাতো এখন আমি
খেলা করি যাই-যাই,
পড়ার থেকে খেলে বেশি
মজা আমি পাই-পাই ।
ছাদে বসে পাখিগুলো
ডেকে চলে চিঁ-চিঁ,
বাবা বলে এমন কথা
বলো কেনো ছিঃ-ছিঃ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।