T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় হরেকৃষ্ণ দে

সেল্ফ ফাইন্যান্স কবিতা

চুরমার হয়ে যাওয়া একটা কবিতা
হাতফস্কে পড়েছিল
বৃদ্ধ ভিখারির মত ক্ষীণ দৃষ্টির অনুভবে
আমার সেই পড়ে যাওয়া কবিতা খেতে লাগলো ব্যর্থতার দানা

আমি ব্যবচ্ছেদ করে ফেললাম কবিতার পৌষ্টিকতন্ত্র
পাকস্থলী থেকে মলাশয় অবধি খুঁজতে লাগলাম কবিতার ব্যাধিটাকে

অবশেষে জননতন্ত্রের গবিনী দিয়ে
মুত্রথলিতে নিজেকে খুঁজে পেলাম
আমি যেন গলব্লাডারে পাথর হয়ে আটকে আছি

কোন এক ম্যাগাজিন নার্সিংহোমে অপারেশন চলল
চারিদিকে অক্ষরপাত
অক্ষরগুলোর লোহিত কণিকা থেকে বেরিয়ে এল প্রসবকালীন হিমোগ্লোবিন

সেল্ফ ফাইন্যান্সের রক্তাল্পতায় প্রসবিত কবিতাটিকে বাঁচিয়ে রাখার স্থান দেওয়া গেল না
অপারগ বিজ্ঞাপনের সৌজন্য আহ্বানের দুঃসময়ে ৷

Spread the love

You may also like...

error: Content is protected !!