গুচ্ছকবিতায় রুদ্র অয়ন

একদিন আমায় খুঁজবি 

আমিতো জানি,
আমরা দু’জনে
দু’জনার হবোনা কোনোদিন।
আমিতো কেবল
তোর দুঃসময়ের
বন্ধু হতে চেয়েছি মাত্র।
সেই সময়ের রেশধরে
আমার একাকীত্বের সঙ্গী হবি
এইতো আমার বড় পাওয়া।
আছিতো তাই বুঝিস না
হেলা ফেলা করিস।
কথায় কথায়
দুমদাম কেটে দিস ফোন!
তোর খুব রাগ
খুব জিদ?
আত্মসম্মান নাকি অহংকার?
আমি কি রোবট
মনহীন মানুষ নাকি!
আমার কি
অভিমান থাকতে নেই!
চাওয়া পাওয়া থাকতে নেই?
কখনও কি তুই
নিজের থেকে ঘুরে দেখেছিস
আমার মনের জগত!
নিজের মনগড়ায় শুধু
দেখেছিস আমাকে!
নিজের ভাবনায় আমার ভাবনা
দেখেছিস কি কখনও?
নিজের মত আমায় ভেঙেছিস
নিজের মত করে গড়েছিস!
যেদিন থাকবোনা
চলে যাবো তোর থেকে
দূর বহুদূর,
একজন সত্যিকারের বন্ধু
যার কাছে নির্দ্বিধায়
জীবনের সবকিছু
মেলে ধরতে ইচ্ছে করবে ;
ক্লান্ত হয়ে খুঁজে ফিরবি
একটু শান্তির আশ্রয়।
ঠিক তখনই তোর হৃদয়ে,
কেবল আমার ছবিটিই
ভেসে উঠবে দেখিস।
আমি কি ছিলেম তোর
ঠিক তখন বুঝবি,
শ্রান্ত হয়ে দিগ্বিদিক
সেদিন আমায় খুঁজবি।

সৃষ্টিকর্তা-ই রক্ষাকর্তা
  
পৃথিবীর বুকে মানুষ অমানুষ
বসে মন্দ ভালোর মেলা,
দিনের পরে রাত্রি আসে চলে
অবিরত সময়ের খেলা।
ভয়াবহ ভীষণ পরিনাম আজ
নিদারুণ বেদনাসিক্ত,
পৃথিবী এখন অসুস্থ ভীষণ
বুকটা যেন শূন্য রিক্ত!
এর মাঝেও চলে খুন ধর্ষণ
ধান্ধাবাজির কারবার,
প্রকাশ পায় ভেতরের রূপটা
জাত চেনায় যারযার।
নিপাত যাক অমানুষ পশুত্ব
সত্যের জয় হোক বারবার,
কালকের সকাল হোক সুন্দর
বৈরিতা যত হোক ছারখার।
অমানুষরা সব হোক মানুষ
ক্ষমা করো প্রভু একবার,
আল্লাহ ঈশ্বর ভগবান রূপে
তুমিই মালিক বাঁচাবার।

তোকে ঘিরেই সব আয়োজন
  
প্রেয়সী তুই কষ্টের মাঝে
সুখের আলাপন,
বুঝিস কি তুই আমি তোর
কতই যে আপন!
তুই আমার আঁধার রাতে
জোছনার আলো,
গ্রীষ্ম দিনের বৃষ্টি ধারার
মেঘে মেঘে কালো।
টাপুর টুপুর বৃষ্টি নামে
হৃদয় করে সিক্ত,
তুই হীনে একলা ভীষণ
হৃদয় শূন্য রিক্ত!
তুই আশা তুই ভালবাসা
প্রকাশ্য বা গোপন,
তুই যে আমার গভীর ঘুমে
দেখা সুখের স্বপন।
কারণে অকারণে তোকেই
বড় বেশি প্রয়োজন,
তোকে ঘিরেইতো জীবনের
সকলই আয়োজন।

বিনিদ্র রজনী
  
রাতের পর রাত
বিনিদ্র রাত্রি করি যাপন,
গতকালও ঘুম হয়নি একফোঁটা!
চিলেকোঠায় বসে
রাতের চাঁদ দেখেছি,
বুকে বেদনার দাগ নিয়েও
তার সবটুকু জুড়ে
জোৎস্নার হাসি!
রাতের আকাশে
বসে তারাদের মেলা,
হাজার তারকা নয়
একাকী চাঁদটাই
সবটুকু জোছনা বিলিয়ে যায়।
এ যেন কষ্টের দাগ
বুকে নিয়ে এগিয়ে চলার
বেঁচে থাকার অনুপ্রেরণা।
মাঝ রাতে
হারানো দিনের গানে
হারিয়ে গিয়েছিলেম যেন!
মনে হচ্ছিলো
কেউ বুকের গভীরে
আমায় গান শুনাচ্ছে!
মনের ডানা মেলে
উড়ে বেড়িয়েছি
দেশ দেশান্তর!
অথচ কোথাও
কারো দেখা পাইনি!
আমি জেগে ছিলেম
গত রাতেও,
একফোঁটাও ঘুম হয়নি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।