কবিতায় রুদ্র অয়ন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১| আমার হয়েই তুমি থেকো
যদি কখনো আসো
আমার হৃদয়ের সীমানায়,
তবে আমার হয়েই তুমি থেকো।
অজান্তেই যদি
প্রবেশ করো
বুকের পাঁজরে তবে,
হৃদয়ে হৃদয় ছুঁয়েই থেকো।
বিষন্ন প্রহরে
মন খারাপ লাগে যদি
জড়িয়ে ধরে
কপাল জুড়ে চুমু খেয়ো।
তোমার বিষন্ন বেলায়
না হয় আমাকেই
আপন ভেবে নিয়ো।
তোমার সকল
দুঃখের ভাগ
আমায় দিয়ো।
আমার সকল
ভালো থাকার দামে
তুমি ভালো থেকো।
তোমার হৃদয়ের স্পন্দনে
আমায় একটু ঠাঁই দিয়ো।
আমার হয়েই তুমি থেকো।
২| বিরহী প্রেমিক
আজো কি তোমার
ভালো লাগে নতুন ভোর?
জোড়া শালিকের প্রেম,
শিশিরভেজা ঘাস;
জোছনা রাতের চাঁদ।
চিলেকোঠায় দাঁড়িয়ে দেখতে
শ্রাবণ দিনের বৃষ্টিধারা,
হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে
বৃষ্টির জল।
একদিন বর্ষণমুখর দিনে
ভিজেছিলেম দু’জনে।
নিশ্চয়ই ভুলেছো আমায়,
মুছে ফেলেছো সকল স্মৃতি;
চিরতরে দিয়েছো বিদায়
মন থেকে।
অথচ আমি!
আমার হৃদয়
আজো প্রেমের চিতায়
জ্বলে পুড়ে ছারখার হয়ে মরে!
একবারও কি আমার কথা
মনে পড়ে তোমার?
সত্যিকারের প্রেমে একবারই
তো মানুষ পড়ে!
বিরহী প্রেমিক আশা নিরাশায়
দিন গুনে মরে!