বর্ষায় প্রেম সংখ্যার কবিতায় প্রাপ্তি সেনগুপ্ত

বৃষ্টি অ-সুখ

একটা মুখ,এক চুমুক,
মেঘমুলুকের ডিপ্রেশান।
ভিজছে বুক,ঠোঁট চিবুক,
মন কেমনের উপাখ্যান।
একটা চোখ,ক্লান্ত হোক,
অনেকগুলি মুখের ভীড়।
ভিজছে শোক,আহাম্মক,
মনখারাপি দিন হাজির।
একটা মন, ঠিক যখন,
বিষ-যাপনে মুক্তি চায়।
এই শ্রাবণ, তোর মতন,
ভিজবে বলে ডাক পাঠায়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।