T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় প্রাপ্তি সেনগুপ্ত

অহল্যা

এর চেয়ে কয়েকটা ঠান্ডা দোষারোপ ভালো ছিল, কিংবা মিডিয়া ডেকে একটা অগ্নিপরীক্ষা…
সভা বসতো কিংবা খাপ পঞ্চায়েত,
অথবা তোমার একটা বুলেটের নিপুন নিশানায় হৃদয় চিঁড়ে গড়িয়ে পড়তো গরম রক্ত…

তুমি বুঝতে পাষাণ শরীরেও কান পাতলে শোনা যায় মৃদু ধুকপুক!!!
অথচ এসব কিছুই না করে নিঃশব্দে শেষ হলো রায়দান!!!

নিদেনপক্ষে একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগও জুটলো না…
পাতালপ্রবেশ অথবা অজ্ঞাতবাস বাছতো বোধহয় অভিমানিনী,
বদলে স্থবিরতা ঘিরে ফেললো তার চেতনা,
কতগুলো যুগ কেটে গেলো শুধু মুখ ফোটার তরে।

উত্তাপে বরফ গলার পর যেমন উষরতায় ফুল ফোটে,
কোনো এক মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা হয় পাথর প্রতিমায়,
তেমন এক স্নেহ মাখা স্পর্শে নেমে যায় পাষাণভার!

তবেই উত্তরণ ঘটে…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।