কবিতায় বলরুমে পার্থ সারথি চক্রবর্তী

যেমনটা হয়েছিল
নীলাভ লালা পুঞ্জীভূত হয়ে তৈরি হয় এক বিষবৃক্ষ
তার ছায়ায় আগুন জ্বলে ধিকিধিকি
ঘৃণার আগুন, দ্বেষের আগুন।
কোন এক মহতীর অপেক্ষায় বসে থাকে মহাকাল
আসবে একদিন, শীঘ্রই একদিন।
এক চুটকিতে নেভাবে আগুন, মনের আগুন,
জ্বালবে মানবতার মশাল
মানবসেবার চিরস্থায়ী সলতে।
যেমনটা হয়েছিল ১২৫ বছর আগে।