কবিতায় বলরুমে পার্থ সারথি চক্রবর্তী

স্বপ্নের সিম্ফনি
আলপথের বাঁক জুড়ে ছড়িয়ে আছে
গুপীচাষীর চোখের জল, ঘাম-
দু’দুবার বীজ ফেলেও রোয়াগুলো কেমন যেন
নেতিয়ে পড়ে আছে!
এবার কী হবে, ভেবে জেরবার!
বন্ধক ছাড়াতে না পারলে টুকির বিয়ের জন্য-
বানানো হারটি কিভাবে ফিরে পাবে!
ভাবতে থাকে, কুল কিনারা পায় না।
আলপথ ধরে সকাল বিকাল খোঁজে স্বস্তি,
খুঁজতে থাকে টুকির দেখা স্বপ্ন।
সে যে ডাক্তার হতে চায়!
গুপীর কাছে ওই হারটাই যে
ডাক্তারের গলার স্টেথোস্কোপ-
কিছুতেই হারতে চায় না সে,
আলপথের বাঁকে শুধু স্বপ্ন খুঁজে যায়।