কবিতায় বলরুমে পার্থ সারথি চক্রবর্তী

বলেছিলে যে!

বিষাদ ঢেকে দেবে বলেছিলে-
এক মায়াময় আলো দিয়ে
কোন এক কুমারী প্রভাতে
আঁকবে বলেছিলে চন্দনের তিলক-
আমার প্রশস্ত ললাট জুড়ে,
নিবিড় করে মেশাবে আমায়-
ভাসমান পরদেশী মেঘের সাথে।
ইশারার হাতছানিতে হাতছাড়া করেছি-
পুস্পস্তবক আর গলার রুপোলি ফাঁস,
নিয়ে যাবে বলেছিলে কুয়াশার দেশে-
কদম, কৃষ্ণচূড়ায় রাঙানো এক অপার্থিব কোষে,
অপেক্ষা আর অপেক্ষায় জীবন্ত ফসিল হয়ে-
এককোণে পড়ে আছি ভিত্তিশিলার নীচে;
উপরে কত হইচই, গমগম রব-
ভুলে যেতে থাকি সব ধীরে ধীরে
ফলকের বুকে লেপ্টে থাকি খোদাই হয়ে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।