কবিতায় বলরুমে পার্থ সারথি চক্রবর্তী

রোশনাই
আত্মজনের সমারোহে ঘিরে থাকা
সময়
কখনো পুড়ে যেতে থাকে নীরবে,
বাঁশগাছের ফুলের হারিয়ে যাওয়া
মুহূর্ত
একাকিত্বকে খুঁজতে থাকে হন্যে হয়ে।
প্রতিটি দিনযাপনের সাথে রচিত হয়
নিজস্ব যন্ত্রণার পান্ডুলিপি।
এক এক করে যখন নিভে যেতে থাকে
দেউটি
আগুনও তখন একা হয়ে পড়ে-
আমার অন্ধচোখের চাউনির অনুভূতিতে
এক অন্য আলোর রোশনাই।