|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় পার্থ সারথি চক্রবর্তী

ছুট
বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে
সব দাগ, ছোপ আর কলঙ্কের ছাপ,
ছোট ছোট দাগের বিন্দুর মধ্যে-
অনায়াসে গলে যাচ্ছে অতীতের কাটাছেঁড়া
ভুলত্রুটির চুলচেরা বিশ্লেষণ
ছবির ঘোড়ার মতো ছুটে যায়-
চিন্তার স্রোত, বল্গাহীন
ধীরে ধীরে বৃষ্টির ফোঁটার সাথে
হাসিমুখে সহমরণে যাই
কৃতজ্ঞ থাকি মেঘের প্রতি ।