কবিতায় বলরুমে প্রদীপ সরকার

কেউ কারো নয়
তুমি কার ?
সে তুমি কোনোদিন জানবে না ।
যেমন কৃষ্ণ জানতো না ।
চন্দ্রাবলি জেনেছিলো বিশ্বাসে
ভালোবাসার উৎস মূলে
প্রেমিক কৃষ্ণ শুধু তার ভালোবাসার ।
মীরা জেনেছিলো আকুল উন্মাদনায়
বিষ ও ব্যর্থ হয় গিরিধারীর প্রেমে
সে কৃষ্ণের , কৃষ্ণ শুধু তার ।
রাধা কেবল কেঁদেছে বারবার
কৃষ্ণ কে একান্ত নিজের ভেবে ।
কৃষ্ণ কি জেনেছিলো কখনো
সে রাধার না মীরার
ললিতার , বিশাখার , চন্দ্রাবলির
না কি সত্যভামার !
কিছুতেই জানবে না কোনোদিন
কার জন্য গোপনে কাঁদে কার মন।