|| ১ বর্ষ পুর্তি || প্রাপ্তি সেনগুপ্ত ( সাহিত্য Marg, সাহিত্য Cafe)

টেকটাচটক…
কী??
– সেরা ওয়েবজিন
কবে বের হয়?
-এখনও দৈনিক বের হয়।
প্রতিদিন?
-হ্যাঁ, প্রতিদিন
তা নামটা এমন টাং টুইস্টার কেন?
-সাহিত্যের গন্ধ নেই বলেছেন?
হ্যাঁ, বড্ড টেকনিক্যাল!
-সাহিত্যের গন্ধ দরকার কী??
ফলো করলে বুঝবেন, টেকটাচটকের হৃদয় জুড়ে শুধু সাহিত্য…
প্রতিদিন সাহিত্য পোর্টাল চালানো সহজ কাজ নয় কিন্তু খুব একটা…
-জানি, এর জন্যই তো টেকটাচটক একটা পরিবার। সেই পরিবারের সবাই টেকটাচটকের অভিভাবক…
আপনার অভিজ্ঞতা?
-অনেকটা হাঁটি হাঁটি পা পা করে সন্তানকে হাঁটতে শেখানোর পর, সে যখন বাড়িময় হেঁটে বেড়ায়, দূরে বসে সেটা দেখার মতো… সে পড়বে, কিন্তু নিজেই উঠবে একসময় হয়তো আমাকে ছাড়াই দৌড়বে…
*একটি কাল্পনিক কথোকপথন, হয়তো আজ থেকে দশ বছর পরে, টেকটাচটকের দশ বছরের জন্মদিনে…
উত্তরদাত্রী সেদিন প্রাপ্তি সেনগুপ্ত না হয়ে যে কেউ হতে পারেন…!!!
টেকটাচটকের নামটা একই থাকবে…

– প্রাপ্তি সেনগুপ্ত

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।