গদ্য কবিতায় পাপাই সেন

মান্দাসী মন
দিলাম শোকে কাতর নদী। গুপ্ত অনুচর।
মৃতপাতা কাব্যধুলো। পান্থ শিষ্টাচার…
ঊর্ধ্বালোক। মেঘ। দূরে মেশে পান্থরেখা।
নাক উঁচু। ললাট চন্দন সহজদেখা।
ইষ্টচিন্তা। কপালঘাম। চশমাবিলাসী মন।
আদরঘন মুহূর্তেরা। হারানো রিংটোন,
ব্যর্থতারা। শূণ্যাবেগ। রূপকধারা মুগ্ধ।
সময়সূত্র পার। যদি আগেরমত চিনতো।
চিনলোনা সে মাঝখানেতে কাটাকুটি মন
হারিয়েছে সন্ধ্যাতারা সোহাগী চুম্বন―
গ্লাস থেকে গ্লাস। যেন চলকে পরে সুখ।
একটুকরো তিল ধরেছে শুন্য চিবুক।
মুক্তবেণী পুণ্যশ্লোক। বাধ্য জলে স্নাত…
দুঃখ পেলে কান্নাজল কাচেরমত গুনত।