• Uncategorized
  • 0

কাব্যানুশীলনে প্রীতি সরকার

তুমি ভরা জোছনায়
প্রেমের সাঁঝবাতি
জ্বালিয়ে বসেছিলে
একলা দুয়ারে –
একা একা চাঁদ
দেখছিলে অন্ধকারে,
ভিজে চোখে বুঝি
দু – ফোঁটা ভালোবাসার
অভিমান ঝরে পড়ে ।
কথা দিয়ে পাশে
সন্ধ্যারতী দিইনি বলে।
তাই হঠাৎ করে
মনের সুরে দিলেম
ধরা – বাঁধবে কি
আমায় অন্তরের ছন্দে
তোমার হৃদয় বীনার তারে ?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।