কবিতায় পিংকী সিং

মা আর কতদিন
মা আর কতদিন
তুমি আমায় এভাবেই
সূর্য দেখার আগেই
অন্ধকারেই গান শুনিয়ে
আমায় ঘুম পাড়িয়ে দেবে?
মা আমি তো তোমার কোলে
আসার জন্য কবে থেকে…
ব্যস্ত ছিলাম
আমি অপেক্ষায় ছিলাম
সেই মুহূর্তের যখন তুমি
আমায় খুব ভালবাসবে
তুমি আমায় কখনো
নিজের চোখ থেকে আড়াল হতে দেবে না
তুমি আমার সাথে আমার বান্ধবী হয়ে
অনেক খেলা করবে…
মা কিন্তু কি তুমি জানো
আমি ওঠার আগেই
কেন ঘুমিয়ে পড়লাম ?
মা তুমি কি আমায় প্রত্যেকবারই এভাবেই
ঘুম পাড়িয়ে দেবে?
মা তুমি তো আমায় প্রথমবার
উপহার হিসেবে গ্রহণ করো
কিন্তু দ্বিতীয় বা তৃতীয় বার
হাতছাড়া কেন করে নাও?
মা আমি কি এই পৃথিবী
না দেখেই ঘুমিয়ে পড়বো?
মা তুমি একবার তো সাহস করে
আমায় নিজের করে নাও
মাত্র একবার তো আমায়
বিশ্বাস করো মা
মা তুমি আমায় যোগ্য বানাও
তাহলেই তো আমি তোমার
বাড়ির প্রদীপ হতে পারব ।