কবিতায় প্রনব রুদ্র

বাঁচা

পোকা মাকড়ের জীবন জনবসতি
ঠাসা বুনট ভীড়, বাঁচার লড়াই
কোন রকমে বেঁচেবর্তে থাকার চেষ্টা
হয়তো মরে যেতে হবে সহস্র অভাবে
নয়তো কিছুই হবেনা হেরে যাওয়া স্বভাবে!
জীবনধাপে নেহা স্নেহা দাঁড়ায় রাস্তা-মোড়ে
সারারাত খাটে খদ্দের বিছানায়, ফিরে বাড়ি
বস্তির স্যাঁতস্যাঁতে মাটির বিছানা
চাঁদ-সূর্য্যি মামার অবাধ আনাগোনা
ফুটিফাটা ঘরে টিনের ক’টা থালা-বাসন
এই তো কমলাদের লক্ষ টাকার সম্পত্তি!
আসলাম সালামদের বস্তির বসতি
একটু নুন-ভাত, কখনো জোটে কখনো নয়
ভোটের মুখে বিস্তর প্রতিশ্রুতির বন্যা
ফ্রি বছর ভাসিয়ে নেয় ওদের স্বপ্নেরতরী
স্বপ্ন সওদাগররা যে বড়ো চালাক!
আপোষ করতে করতে হাপিস জীবন
হাসি-কান্না-অশ্রু সবই শুকিয়ে যায় দ্রুত
অভাব যাদের বন্ধু তাদের আর অভাব কী?
এভাবে বেঁচেই টিকিয়ে রাখতে হয় অস্তিত্ব, নইলে…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।