কবিতায় পার্থ প্রতিম চ্যাটার্জী

স্বার্থ ও জীবন
চলতে চলতে কতো পথ পেরিয়ে যায়
কত অভিজ্ঞতা কত দৃশ্য সমৃদ্ধ করে জীবন;
কখনো রোদ কখনো মেঘ
কখনো ওঠে সুতীব্র ঝড়
কখনো বয়ে যায় সুশীতল বাতাস।
সব কিছু মিলেমিশে জীবন বলে যায় সে শুধু স্বার্থের খেলা।
বিচিত্র এ সংসার ভূমি
স্বার্থের তুলাযন্ত্রে মাপা হয় সম্পর্ক,
স্বার্থের সংঘাতে প্রত্যক্ষ হয় বাস্তবতা।
সমাজ সংসার মিথ্যা ছলনা আর মুখোশে ঢাকা,
দুমড়ে মুচড়ে নিংড়ে নিতে চায়
আপন আমিত্ব আর স্বার্থের করাল কালচক্রে।
ঠকে আর ঠেকায় পড়ে জীবনে জাগ্রত হয় প্রবল বোধ,
এ সমাজ সংসার প্রতিভাত হয় সর্বোত্তম শিক্ষক রূপে,
স্বার্থহানি হলেই বোঝা যায় কে আপন কে পর
হিংসা দ্বেষ নিষ্ঠুরতায় পরিপূর্ণ সকলেই স্বার্থদাস।
বিচিত্র অভিজ্ঞতায় মনের বন্ধন শিথিল হতে হতে
হৃদয় মাঝে প্রতিবিম্বিত হয় শাস্ত্র বাক্য —
“পিতা কস্য মাতা কস্য কস্য ভ্রাতা সহোদরাঃ
কায়াপ্রাণে ন সম্বন্ধ: কাকস্য পরিবেদনা”।।