কাব্যানুশীলনে পারমিতা মন্ডল

প্রতীক্ষার প্রহর
আমি কেন কাঁদি তুমি বোঝ না?
নিরন্তর তোমার প্রতীক্ষায় অগোছালো জীবন
তোমার উপেক্ষায় বিসর্জন ডেকে আনে।
অনেক ভেবেছি সবকিছু ভুলে যাবো
তবুও মনের মধ্যে জমে থাকা কিছু অভ্যাস
তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছে বারবার উঁকি দেয়।
হৃদয়ের এক কোনে রেখেছিলাম যতনে
তোমার মুখের প্রতিচ্ছবি
আজ সে বড় অস্পষ্ট ,ধুসর মলিন।
তবুও কোন বিষন্ন সকালে,অথবা ঘুমভাঙা ভোরে
বুকের ভিতর কেঁপে ওঠে এক শূন্যতা
শব্দহীন নীরব কান্নায় ভিজে যায় দুচোখ ?
কত না বলা শব্দেরা জমে থাকে চোখের কোণে
বোবা কান্না হয়ে, যন্ত্রনার মালা পরে প্রতিনিয়ত,
বেদনার যে কোন রং নেই।
একফালি নীরব স্মৃতি আর কিছু খুচরো অভিমান
মনের ঘরে জ্বলে নিকোটিনের মত।
আজ ইচ্ছে করে তাকে ফানুসের মত উড়িয়ে দিতে।
মন বলে আবার ফিরে আসুক পুরনো শ্রাবণ
আদুরে বালিশেরা মুক্তি পাক নিশিথের নোনা জল থেকে ।
স্নিগ্ধ চন্দ্রিমার কাছে যন্ত্রনা গুলো বন্ধক রেখে
অপেক্ষারা আবার প্রহর গুনুক সেই মাহেন্দ্রক্ষণের।