কবিতায় প্রভাত মণ্ডল
by
TechTouchTalk Admin
·
Published December 3, 2020
· Updated May 26, 2022
অগুনতি শব
একটা স্বপ্নিল চাঁদ ফিরে ফিরে বার বার ওঠে ,
ওই দিগন্ত ব্যপী আকশটার বুকে
এক কোণে ।
একটাই স্বপ্ন প্রতি রাতে ঘুম ঘোরে দেখা দেয়
মস্ত জীবন সমুদ্রের কোনো এক
দিক পানে ।
জীবন্ত পৃথিবীটা আঁধোরাতে মৃত স্বপ্নের লাশগুলো ,
গুণে ফেরে বিনিদ্র রাত্রিযাপনে
চুপিচুপি ।
কোনো এক ছাঁই চাপা ঢিপির পাশেই দাঁড়িয়ে থাকে ,
দেখে বিবর্ণ সেই চেনা ইচ্ছেগুলো আজ কাঁদছে
সারারাতি ।
প্রভাতে স্বপন সবই নিমেষে নিঃশেষ প্রতিদিন ,
অগুনতি মানুষের কোলাহলে জনপদে ওঠে
বিচিত্র রব ।
হিংসা বিদ্বেষ আর হানাহানি কানাকানিতে পরিপূর্ণ ,
জনসমুদ্রের ঢেউ প্রতিদিনই গুনে চলে শিশুর
অগুনতি শব ।
নীল বসনা
ওগো নীল বসনা সুন্দরী
মম ঊর্ধ্ব পানে আঁখির পরে
নিত্য সুধা চিত্ত ভরে
সৃষ্টি লোকের মায়ার খেলায়
ভরে নিলে আপন আলয়
তুমি নীলের তটের তরী
ওগো নীল বসনা সুন্দরী ।
ওগো নীল গগনা পরী
রবির কিরণ পূবের মাঝে
অস্তরাগের রঙিন সাঁঝে
অজানা মায়ার বাঁধন বেঁধে
আমায় ডাকো আপনি সেঁধে
ওগো মোর সহচরী
ওগো নীল গগনা পরী ।
একটা আঙিনা হোক
একটা পৃথিবী জুড়ে বারুদের ঘ্রাণ
একটা পৃথিবী জুড়ে শোষণের গন্ধ,
একটা পৃথিবী জুড়ে জীবন্ত লাশ
অলি-গলি পাথরের গুহামুখ বন্ধ।
একটা আঙিনা জুড়ে ফুলেদের গাছ
একটা আঙিনা জুড়ে প্রজাপতি মেলা,
একটা আঙিনা জুড়ে শিশুদের হাসি
নিরন্ন মানুষের স্বপ্নের খেলা।
একটা পৃথিবী জুড়ে রক্তের অপচয়
অস্ত্রের কেনা-বেচা দিন-রাত চলে,
একটা আঙিনা জুড়ে শতশত মৃতপ্রায়
রক্তের বিনিময়ে পুন কথা বলে।
একটা পৃথিবী নিয়ে কি হবে জীবন
ঝরনার হাসি-খেলা যেখানে বিলীন,
একটা আঙিনা হোক তোমার-আমার
যেখানে জীবন দিয়ে বাঁচাবে জীবন।