কবিতায় প্রদীপ কুমার দে নীলু

নব দিগন্ত
এবার এসো! কতকাল ধরে আঁকড়ে ছিলে
মোহের বন্ধনে, এ জীবন অনিত্য ক্ষনভঙ্গুর,
তবুও কত মায়া! প্রলোভনে পা পিছলে পড়েছি!
ভালোবাসা সম্পৃক্ত করেছে হৃদয়ের আঙ্গিনা,
পেছনে তাকালে দেখি সেই মুচলেকা তোমার হাতে,
লিপিবদ্ধ কিছু কঠোর দায়বদ্ধতার কথা,
সেই রসায়ন আজও সমান প্রাসঙ্গিক তবুও পথ ছাড়োনি!
দিনগুলো কাটছে জাবর কেটে দিশাহীন সফরে বেরিয়ে,
করবী ফুল গাছ গর্বিত ফুলের সম্ভারে বর্ণময়,
শ্রাবণের অঝোর ধারায় বৃষ্টির একটানা সুরের জাদু,
চারিদিক মাতোয়ারা গানে গানে প্রাণের কলতানে,
পা বাড়াই আমার বিলম্বিত যাত্রাপথে নব দিগন্তের সন্ধানে।