অণুগল্পে পঙ্কজ কুমার চ্যাটার্জি

বিস্কুট
জনপ্রিয় কবি উজ্জ্বল কর। এক কবিসভায় প্রথম সারিতে বসে আছে সে। উজ্জ্বল বাইরে কিছু খায় না। ব্যাগে একটি পলিথিন প্যাকে মোড়া গোনাগুনতি কয়েকটা বিস্কুট আর জলে্র বোতল থাকে। পেছনে বসে অঞ্জনা। কবিবন্ধু।
আজ অঞ্জনার আসতে বেশ দেরি হয়েছে। তাই ঠিক পিছনে বসেনি। উজ্জ্বলে দুই পাশে দুই পরিচিত মহিলা কবি। অঞ্জনার মত ঘনিষ্ঠ নয়। কিছুক্ষণ পর উজ্জ্বলের খিদে পেয়েছে। অন্যদিন অঞ্জনাই বিস্কুটের কথা মনে করিয়ে দেয়। ওর জন্য বাড়তি দুটো বিস্কুট থাকে। আজ খানিকটা অস্বস্তি অনুভব করছে উজ্জ্বল। হয়তো বা খানিকটা লজ্জা। হয়তো বা সৌজন্য করে পাশে উপবিষ্ট দুই মহিলা কবিকে বিস্কুট বন্টন করার অপারগতা। সাত পাঁচ ভেবে বিস্কুট খাওয়াই হলো না। ঘরের বাইরে গিয়ে খেয়ে আসতে পারতো। কিন্তু, কেন জানি না পা’দুটো আড়ষ্ট হয়ে রইল। ইতিমধ্যে মিষ্টির প্যাকেট হাতে চলে এসেছে। যথারীতি মিষ্টির প্যাকেট সাবধানে ব্যাগে পুরে নিলো উজ্জ্বল। বাইরে তো কিছুই খাবে না সে।
পিছন থেকে অঞ্জনা ঠিক লক্ষ্য করে গেছে উজ্জ্বলকে। আর মনে মনে খুব হেসেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পরে অঞ্জনা বসে থাকে। দু’হাটুতেই অপারেশন করা আছে। সাবধানে ধীরে ধীরে সে নামবে। উজ্জ্বলকে বাইরে বেরিয়ে যেতে নাম ধরে ডাকে। উজ্জ্বল সলজ্জভাবে সামনে এসে দাঁড়ায়। অঞ্জনা বলে, “বিস্কুট বার করুন। নাকি বিলিয়ে দিয়েছেন?” দুজনেই একসাথে হেসে ওঠে।