ক্যাফে হইচই কাব্যে প্রণব কুমার বসু
ডেসপারেট
পল্টুকাকুর পিসতুতো ভাই
হরিকাকুর মাসি
খালি পেটে চিবিয়ে খেতেন
আধ কিলো রোজ খাসি –
ভোরবেলা তে স্নানটা সেরে
ঢোকেন ঠাকুর ঘরে
বেরিয়ে এসেই সবার আগে
খাসিকে মনে পড়ে –
গঙ্গার জল ছিটিয়ে দিয়ে
খাবার ঘরে গিয়ে
চেয়ার টেবিল সাজিয়ে রাখেন
খাসিকে সঙ্গে নিয়ে –
একদিন খুব পেটে ব্যথা
ছুটছে চারিদিকে
পাঁচুডাক্তার দেখেই কেমন
মুখটা করে ফিকে –
পেটের মধ্যে ছোট্ট ছাগল
করছে ঘোরাঘুরি
পেট কাটলে পড়বে ধরা
খতম জারিজুরি –
শুনেই পিসি ডেকে ওঠে
কেমন ‘ব্যা ব্যা’ স্বরে
ঘুমপাড়ানি ওষুধ খেয়ে
বন্ধ পিসি ঘরে –
ছাগল হাসে, পিসিও হাসে
সবার মনে শান্তি
খাটাখাটির পরেও যেন
মনে তে নেই ক্লান্তি |