কবিতায় বলরুমে পলাশ কোনার

নিগূঢ় আগুন
কারণ অকারণের প্রতিক্রিয়ায় গড়া শঙ্খপ্রাচীর
দেওয়াল জুড়ে ত্রিকাল অনুভূতির কাটাকুটি
অর্থহীন অবয়বে শিশুসুলভ আতিথেয়তা
জয় করতে চেয়েছিল যে সকল ভালোবাসা
বিজ্ঞাপিত সে এক ছেঁড়া পা
স্বরাষ্ট্রীয় উৎসবে ঢাকা পড়ে কালান্তরের লিখন
বদলেছে একটার পর একটা রং
খোঁড়া মন তাতেই খুঁজে গেছে প্রতিটা ঋতু
শ্রাবণে ভিজতে চেয়ে পুড়িয়েছে মন
প্রেম ও পাপের ধন্দে বিনয়াবোন্তে
আবাগী কুড়িয়েছে গোটাকয়েক পলাশ
সকলের চেনা বসন্তে,
সাক্ষরিত প্রাচীরের গা ঘেঁষে চলে যায় প্রতিটা ফাগুন
সেই থেকে দেওয়াল জুড়ে যা হয়েছে লেখা
সব এক একটা আগুন