কবিতায় বলরুমে পার্থজ্যোতি

প্রেরণা
উৎসর্গঃ প্রিয়তোষ সরকার ( পিকু )
এখনও তো মাঝেমধ্যে (অকারণে) মৃত্যু চিন্তা জাগে!
সেই ছোট্ট বেলা থেকে নিজেকেই বড্ড একা লাগে।
জানি না জন্মেছি কেন? বিষময় আমার জীবন
যন্ত্রণার কাব্য লিখে পেতে চাই কি সুধা, অনুক্ষণ?
নিজের চারপাশে নিজে গোল-গোল ঘুরেই যাই শুধু
পাঁচজনে এটাই জানে– খুব খারাপ ছেলে, এই বুধু
কেউ-কেউ এটাও বলে, “তোর আবার কিসের অভাব?”
রসেবশে আছি তাই কাব্য করা আমার স্বভাব!
এ-সমস্ত বলে-কয়ে অনেকেই বেশ সুখ পায়
পারব কি লিখে যেতে জীবনের সমস্ত অধ্যায়?
অতীতের মনোকষ্টে বর্তমান উথালপাথাল
ভবিষ্যতে কী যে আছে? চারদিকে ছড়িয়ে আছে জাল
দোসর মায়ের চিন্তা, ‘Multiple’ রোগ-ব্যাধি তার
কীভাবে চিকিৎসা হবে? অসুস্থ সে হয় যে বারংবার…
আরও আছে, অস্তিত্বের নানাবিধ চরম সংকট
জন্ম তারিখের আড়ে লুক্কায়িত আছে জন্মজট!
এ সমস্ত প্রেরণাতে চোখ ভিজিয়ে কবিতা যে আসে
জনারণ্যে মিশে থাকি যন্ত্রণার পরম সুবাসে…