কবিতায় বলরুমে পার্থজ্যোতি

অর্থনীতি
বাবা বলেছিলেন যে, “অর্থ ছাড়া মাধুর্য্য আসে না
কিন্তু
অর্থই সবকিছু নয়।”
আমাদের পরিবারে বর্তমানে দুর্ভাগ্যবশত
এমন মানুষও আছে যার কাছে অর্থই সবকিছু
অর্থর জন্য যে যত খুশি নীচে নামতে পারে
আজকের এটাই নাকি চরম বাস্তব!
জানা ছিল এটা কিন্তু সম্যক উপলব্ধিটা ছিল না মোটেও
যে উপলব্ধিটা আজই জানলাম প্রথম
নিজেকে প্রথম আজ লাগছে খুব, খুবই অসহায়।