দিব্যি কাব্যিতে পার্থজ্যোতি

একটি অসম্পূর্ণ প্রেমের কবিতা

ছাঁদের একপাশে তুমি বিকেল বেলায়
পায়চারি করার ফাঁকে এদিকে তাকাও
জানালার ধারে বুঝি বসে থাকে কেউ?
আলো-আঁধারির মধ্যে ঠিক দেখতে পাও!
ইশারা তো তাই-ই বলে; ভালো লাগে বুঝি?
আমারও দারুণ লাগে কিন্তু খুঁত খুঁজি–
দুচোখে আগুন জ্বালো; আগুন না আলো!
সর্বত্র প্রতারণা; আমার কোথায় দোষ, বলো?

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।