দিব্যি কাব্যিতে নবনীতা চট্টোপাধ্যায়

বহুদিন পর যদি আবার

দেখা হলো জলের ধারে….
তুফান আসে না, বরং এক
চমৎকার আবহাওয়ায় পুরানো গল্পেরা
ফিরে আসে রেললাইন ডিঙ্গিয়ে|
ঝাপুর-ঝুপুর শব্দে বৈঠা
ফেলে পিছিয়ে যায় নৌকা|
শরীরের ভিতরের জটিল লতাপাতারা
কোনো এক দূরদিগন্তের ঠিকানায়
উদভ্রান্ত ভেসে যায় জলে|
আমরা কথা বলি… টুকরো হাসি…
ভাঙ্গাচোরা কুশল বিনিময়ে রঙ্গীন
ঝালর বানিয়ে সাজাই প্রান্তর|
তখন ব্যক্তিগত গোপনতা রোদ্দুরে
চেয়ার পেতে বসে থাকে…
শূন্যে ভেসে যায় শূন্য…

দেখা হয়… কথা হয়…
পরিত্যক্ত ওভারব্রিজের কাহিনী যেন
আমরা লিখিনি কোনোদিন দুর্বলতায়|
এলোমেলো হেঁটে যাই ভিন্নপথে… |

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।