“নীল সুনীলে দিন যাপন” দিকশূন্যপুরের কবিতারা -তে পাপড়ি গুহ নিয়োগী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আঁশবটি
জ্বর মানে প্রিয় পুরুষ
জ্বর মানে আদরের উৎসব
জ্বর মানে শরীরে চিৎকার
জ্বর মানে একটি রহস্য
জ্বর মানে স্কুল কামাই
জ্বর মানে কলাপাতায় জল
জ্বর মানে মা ঠাকুমার আদর
জ্বর মানে বন্ধুর পাইচারী
জ্বর মানে রাতভর চাঁদ আঁকা
জ্বর মানে প্রেমের কবিতা
জ্বরমানে জলের তলার ডুব
জ্বর মানে আঁশবটি
জ্বর মানে আলোর শূন্যতা
জ্বর মানে চোখভরা জল
জ্বর মানে দীর্ঘশ্বাস
জ্বর মানে বাউল গান
জ্বর মানে খাঁচাবন্দি মানুষ
জ্বর মানে মুহূর্তে মৃত্যুসুখ
জ্বর মানে ছেলেবেলায় ফেরা
জ্বর মানেই ছুটি