কবিতায় পল্লব গোস্বামী

কুসুমডিঙা

প্রতি রাতে
মেয়েটির লগ্ন ভেঙে যায়
আর কাঁদে |
প্রিয় আসেনা তার |
পুড়ে আসে উড়ো খৈ
ঘুরে ফিরে শাপগ্রস্ত প্রেমিক হয়ে আমিও আসি
ভাবি , কীভাবে কান্না মোছাই !
হাজার কুসুম ডিঙাই
হাজার ছায়াসীতা লুকাই হাওয়ায়
ধীরে ধীরে কান্নারা নদী হয়
অথচ
আমার ছায়ার কিছুটা শোণিত
তার সিঁথিতে নদী হবে বলে ,
রোজ ধুলোটে হয়ে যায় |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।