কবিতায় পাপিয়া গোস্বামী

তুই যে আমার
তোকে নিয়েই স্বপ্ন আমার গল্প কথার মালা
দুঃখে-সুখে চলতে থাকে এই জীবনের পালা।
মাটির মানুষ দিব্যি আমি হৃদয় যখন প্রশান্ত
আগুন পাখি মনকে ছুঁলেই হয়ে যাই অশান্ত।
রাগে যখন চেঁচিয়ে উঠি চেতনা তখন নগণ্য
হেসেই তুই বুঝিয়ে দিস রাগলে আমি অনন্য।
যখন-তখন ঝগড়া করেই শান্তি কি আর পাই
তুই যে আমার মনের মানুষ তোর তুলনা নাই।
চোখের জল বাঁধ মানে না সুখ সাগরের কূলে
দুখের দিনে আদর করে বুকেতে নিস তুলে।
চলতে গিয়ে জীবন পথে অনেক আঘাত তাই
ঝড়-তুফান যতই আসুক তোকেই পাশে চাই।
ধরিস যখন সোহাগ ভরে খুশির দোলা লাগে
সুখের পানসি ভাসিয়ে শুধু ভালোবাসা জাগে।